নিউটনের সূত্র গুলো কি কি


নিউটনের সূত্র সমূহ :

স্যার আইজ্যাক নিউটন গতির তিনটি সূত্র দেন। নিউটনীয় বল বিদ্যায় তিনটি সূত্রই তাৎপর্যপূর্ণ। ক্লাসিক্যাল মেকানিক্স বুঝতে হলে তিনটি সূত্রই ভালো করে আয়ত্ত করা দরকার।

১ম সূত্র:

"বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে,আর গতিতে থাকা বস্তু আজীবন ধরে একটি সরল রেখা বরাবর চলতে থাকবে।"

বল প্রয়োগ না করলে যে বস্তুর একই অবস্থায় থাকার যে প্রবণতা ,তাকে বলে জড়তা। এজন্য একে জড়তার সূত্রও(Law of inertia) বলা হয় ।

নিউটনের ১ম সূত্রের ব্যাখা :

নিউটনের প্রথম সূত্র আমাদের বলে যে,কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করতে বাইরে থেকে বল প্রয়োগ করা প্রয়োজন।আবার ,সরল রেখা (সোজা) পথ ব্যতিত অন্য কোনো দিকে যায় (হতে পারে তা সরল রেখা ব্যতীত যেকোন পথ যেমন - বৃত্তাকার,উপবৃত্তাকার ,ঢেউ-ঢেউ ইত্যাদি ইত্যাদি) বা থামাতে চাও তাহলেও তোমাকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে ,উপায় নেই!

নিউটনের ২য় সূত্র 

"বস্তুর ভরবেগের পরিবর্তনের (ধর,১বছর আগে তোমার ভরবেগ ছিল ১০,৫বছর পর হলো ৬০,তাহলে তোমার ভরবেগের পরিবর্তন হবে ৬০-১০ বা ৫০,পরেরটা থেকে আগেরটা বিয়োগ করাকে পদার্থবিজ্ঞানীরা 'পরিবর্তন 'বলে)হার (কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করলে তার হার পাওয়া যায়) তার ওপর (কোনাকুনি বা নিচে হলেও চলবে)প্রযুক্ত নিট বল (আসলে কি পরিমাণ বল বস্তুতে লাগছে) তার সমানুপাতিক (একটা বাড়লে যদি আরেকটা বাড়ে,তবে সমানুপাতিক আর কমলে ব্যস্তানুপাতিক)।বল যে দিক বরাবর লাগবে বস্তুর ভরবেগের পরিবর্তন হার বা ত্বরণ ও দিক বরাবর ঘটবে।"

নিউটনের ২য় সূত্র ব্যাখা:

নিউটনের ২য় সূত্র থেকে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের মান ও দিক পাওয়া যায় ।তা হবে প্রযুক্ত নিট বলের সমান ,আর বস্তুটি যাবে কোন দিকে?যে দিক বরাবর ভরবেগের পরিবর্তন হচ্ছে,কারণ সরণ,বেগ ,ত্বরণ(বেগ পরিবর্তনের হার) একই দিকে ঘটে।

নিউটনের ৩য় সূত্র 

"প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।"


নিউটনের ৩য় সূত্র ব্যাখা :

কোনো বস্তু যদি অপর কোনো বস্তুকে ধাক্কা দেয়,তাহলে অপর বস্তুটিও প্রথম বস্তুকে একই বলে থাকা দেবে।এখন প্রশ্ন হচ্ছে ধাক্কা লাগার পর তাদের দিক হবে উল্টো। আরেকটা বিষয় নিউটনের ৩য় সূত্র প্রযোজ্য তখনি হবে ,তখন দুটো বস্তুর মধ্যে স্পর্শ থাকবে।

নিউটনের গতির ২য় ও ৩য় সূত্রের গাণিতিক রূপ;১ম সূত্রের গাণিতিক রূপ নেই 

Post a Comment

Previous Post Next Post